Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বাল্য বিবাহ পরিচালনার দায়ে কাজীর ১৫ দিনের কারাদন্ড
Details

গত ১৭/০২/২০১৬ খ্রি. তারিখে বড়কুড়া নিবাসী মোঃ সানোয়ার হোসেন (২৯), পিতা মোঃ সোলেমান সরকার গ্রাম-বড়কুড়া, উপজেলা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ এবং মোছা প্রিয়ন্তি ইসলাম, পিতা মোঃ সোলাইমান শেখ, মাতা-মোছাঃ ছাবিনা বেগম, সাং বড়কুড়া এর সহিত বাল্য বিবাহ পরিচালনার অপরাধে কামারখণ্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজী মোঃ আব্দুল বারী (৪২), পিতা মোঃ সাহেব আলী গ্রাম –গোপালপুর বাঁশতলা  কে  ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ছেলের মাতা মোছাঃ রুবিয়া (৪৫) কে ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশরাত ফারজানা। ভ্রাম্যমান আদালত সংগঠিত হওয়ার সময় আর কাউকে পাওয়া যায়নি।

Attachments
Publish Date
22/02/2016