উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০১৫ সালের জে.এস.সি পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর ২০১৫ বেলা ২.০০ ঘটিকায় স্ব স্ব কেন্দ্র/প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে।
ক) রাজশাহী বোর্ডের ওয়েব সাইট: www.rajshahieducationboard.gov.bd এ বাম দিকের সারির নিচে থেকে ৪ নম্বর কলামে Institure Resulsts এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ও রেজিষ্ট্রেশনের প্রথম পাসওয়ার্ড দিলেই প্রতিষ্ঠানের ফলাফল পাওয়া যাবে।
অথবা
খ) টেলিটক ওয়েবসাইট: www.educationboard.gov.bd এর মধ্যে গিয়ে web mail এ প্রথমে Rajshahi Board এবং EIIN নম্বর দিলেই প্রতিষ্ঠানের রেজাল্ট চলে আসবে (এক্ষেত্রে পাসওয়ার্ড এর প্রয়োজন হবে না)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS