১৯১৩ ইং সালে ব্রিটিশ আমলে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সুন্দর প্রাকৃতিক পরিবেশে হুড়া সাগর নদীর তীরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা কাল থেকে শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে। অত্র বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে বহু শিক্ষার্থী দেশ-বিদেশে উচ্চ পদে কর্মরত আছেন। সুপ্রাচীন এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ৪.৯৬ একর জমির উপর প্রতিষ্ঠিত। প্রশাসকি দক্ষতায় বিদ্যায়টি সুশৃংখল ভাবে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি দক্ষিণ মুখী। সামনে বিশাল খেলার মাঠ এবং পাকা রাস্তা। বিদ্যালয়ে ৩ কক্ষ বিশিষ্ট দ্বিতল এবং ১০ কক্ষ বিশিষ্ট একতলা ভবন আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস